BANGLADESH ONE
KAZI ASHRAFUL ISLAM
kazi ashraful islam
Friday, May 25, 2018
Wednesday, May 23, 2018
Tuesday, May 15, 2018
Sunday, May 13, 2018
Saturday, May 12, 2018
Wednesday, February 22, 2012
ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান মনোনীত করতে হাসিনার অনুরোধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ড. মুহাম্মদ ইউনূস
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত ইইউ পার্লামেন্টের সদস্য জিন ল্যামবার্ট আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।
বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে যে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের জন্য মুহাম্মদ ইউনূস সারা বিশ্বে নন্দিত। বিশ্বের বিভিন্ন দেশে সংস্থাটির কার্যক্রমের প্রসার ঘটাতে তাঁর এই অভিজ্ঞতা বিশ্বব্যাংকের জন্য মূল্যবান সম্পদ হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কল্যাণের জন্য মুহাম্মদ ইউনূসকে যাতে এই পদে নিয়োগ দেওয়া হয় সে জন্য ইইউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করতে পারে। গ্রামীণব্যাংকের মতো বড় প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা ইউনূসের আছে। বিশ্বব্যাপী এসব প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এপ্রিলের মধ্যে তারা একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেবে। আর বিশ্বব্যাংকের বর্তমান প্রধান রবার্ট জোয়েলিক এই পদের জন্য আর লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই পদের নিয়োগপ্রক্রিয়া মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে করা হবে। ২৩ মার্চের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। তার ভিত্তিতে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে আনুষ্ঠানিকভাবে সাক্ষাত্কার নেওয়া হবে।