kazi ashraful islam

kazi ashraful islam

Saturday, June 12, 2010

বিশ্বকাপে মাতোয়ারা বলিউড


ছোটবেলায় মায়ের সঙ্গে সারারাত জেগে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতেন শাহরুখ খান। দূরদর্শন চ্যানেলে রুডি ভোলার [জার্মানি], কার্ল হেইঞ্জ রোমনিগ [পশ্চিম জার্মানি], সক্রেটিস [ব্রাজিল] আর দিয়েগো ম্যারাডোনার [আর্জেন্টিনা] খেলা দেখে প্রতি মুহূর্তে শিহরিত হতেন বলিউডের এই অভিনেতা। তবে সবচেয়ে বেশি ভালো লাগত ম্যারাডোনার খেলা। যে কারণে শাহরুখ খানের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। ছোটবেলার সেই ফুটবলের নেশা এখনও আছে শাহরুখের। দক্ষিণ আফ্রিকায় কাল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবল ২০১০। তাই স্ত্রী গৌরী আর দুই সন্তান আরিয়ান ও সুহানাকে নিয়ে বিশ্বকাপ দেখার সব প্রস্তুতি নিয়েছেন। তবে ঘরে বসে নয়, দক্ষিণ আফ্রিকার মাঠে বসেই সপরিবারে খেলা দেখবেন কিং খান। সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটারে এ তথ্য জানান শাহরুখ। বিশ্বকাপ ফুটবলের কোনো একক দলের সমর্থক নন বিপাশা বসু। কেবল ফুটবলের টানেই দক্ষিণ আফ্রিকায় বসে খেলা দেখবেন তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকার মাঠে বসে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখার পরিকল্পনা করেছেন অভিষেক বচ্চন। নিজের ব্লগে ছেলের এ পরিকল্পনার কথা জানান বাবা অমিতাভ বচ্চন। তার ফুটবলপ্রীতিও কিন্তু কম নয়। ব্লগে তিনি বলেন, 'অনেক বছর আগে লস অ্যাঞ্জেলেসে ইতালি ও ব্রাজিলের মধ্যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা হয়েছিল। সেটা দেখার জন্য অনেক কষ্টে সেখানে হাজির হয়েছিলাম। আমার জীবনে দেখা সেরা ফুটবল ম্যাচ এটি।'
এছাড়াও কারিনা কাপুর, সাইফ আলী খানসহ বলিউডের অনেকেই বিশ্বকাপ নিয়ে আগ্রহ দেখিয়েছেন।

No comments:

Post a Comment