kazi ashraful islam

kazi ashraful islam

Saturday, June 12, 2010

সেরা গোল

সেরা গোল
তারিখ: ১১-০৬-২০১০

বল পায়ে জাদুকর, কোটি কোটি মানুষকে আনন্দে উদ্বেল করে তোলার ক্ষমতা যাঁর, তাঁর মধ্যেই নিয়ত খেলা করে আত্মধ্বংসী প্রবণতা। ডিয়েগো ম্যারাডোনার পুরো জীবনটাই যেন ভালো-মন্দের লড়াই। এই লড়াইয়ের প্রতীকী ধরা যেতে পারে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তিন মিনিটের ব্যবধানে এমন দুটি গোল করেছিলেন ম্যারাডোনা, যার একটি হয়ে আছে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বিতর্কিত, অন্যটি বিশ্বকাপের সেরা। প্রথমটি সেই বিখ্যাত বা কুখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল। দ্বিতীয়টি ম্যারাডোনার গ্রেটনেসের সবচেয়ে জাজ্বল্যমান প্রমাণ, ফিফার ওয়েবসাইট জরিপে যেটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বিশ্বকাপ ইতিহাসে সেরা গোলের। এটিকে অনেকে বলেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’—শতাব্দীর সেরা গোল।
বাঁ হাত দিয়ে গোল করার তিন মিনিট পরই ওই অবিশ্বাস্য গোল। নিজেদের সীমানার ১০ গজ ভেতরে হেক্টর এনরিকে পাস দিলেন ম্যারাডোনাকে। বল পেয়ে ম্যারাডোনা শুরু করলেন ১০ সেকেন্ডের ওই ষাটগজি জাদুকরি দৌড়। একে একে পেছনে ফেললেন ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড় হডল, রিড, স্যানসম, বুচার ও ফেনউইককে। সব বাধা ভেঙেচুরে ম্যারাডোনাকে পেনাল্টি বক্সে ঢুকে পড়তে দেখে গোলপোস্ট ছেড়ে এগিয়ে গিয়ে শট নেওয়ার কোণটা বন্ধ করে দিতে চাইলেন ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন। কিন্তু ম্যারাডোনার ওপর তখন যেন ভর করেছে দৈবশক্তি, তাঁকে ঠেকানোর সাধ্য কী শিলটনের!
এই গোল নিয়ে পরে ম্যারাডোনা বলেছেন, ‘আমি বলটা ভালদানোকে দিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু ওরা আমাকে ঘিরে ধরায় আমার সামনে কোনো জায়গা ছিল না।’ গ্যারি লিনেকার বলেন, ‘ফুটবল মাঠে এই একবারই প্রতিপক্ষের কোনো গোলে আমার হাততালি দিতে ইচ্ছে করছিল।’

No comments:

Post a Comment