kazi ashraful islam

kazi ashraful islam

Friday, June 11, 2010

brazil is the best .why ?

বিশ্বকাপের রেকর্ড বই খুললেই ব্রাজিল আর ব্রাজিল। বিশ্বকাপ যে কতটা ব্রাজিলময়, তার কিছু নিদর্শন খুঁজে পাওয়া যাবে এই রেকর্ডগুলোতে

 সবচেয়ে বেশিবার বিশ্বকাপে অংশ নেওয়া দল (১৯ বার)। গত ১৮টি বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। ১৬টি টুর্নামেন্টে খেলেছে জার্মানি আর ইতালি। আর্জেন্টিনা খেলেছে ১৪টি আসরে।
 সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন (৫)। দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন ইতালি (৪ বার)।
 সবচেয়ে বেশিবার ফাইনালে ওঠা (৭টি)। এই রেকর্ডটার অংশীদার অবশ্য জার্মানিও।
 সেমিফাইনাল কিংবা শেষ চারে সবচেয়ে বেশিবার ওঠা দল (১১ বার)। এখানেও সঙ্গী জার্মানি।
 সবচেয়ে বেশি, ৯২টি ম্যাচ খেলার রেকর্ডেও ব্রাজিলের সঙ্গী শুধু জার্মানি।
 সবচেয়ে বেশি জয় (৬৪টি)।
 সবচেয়ে বেশি গোল (২০১টি)।
 একই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলা। সুইডেনের সঙ্গে ব্রাজিল সর্বোচ্চ সাতবার মুখোমুখি হয়েছে। ১৯৩৮, ১৯৫০, ১৯৫৮, ১৯৭৮, ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে দুবার।
 এক আসরে সবচেয়ে বেশি জয় (২০০২ বিশ্বকাপে, সাতটি)।
 এক আসরে সবচেয়ে কম গোল করেও চ্যাম্পিয়ন (১৯৯৪ বিশ্বকাপে ১১টি গোল করেছিল ব্রাজিল)।
 টানা দুবার শিরোপা জয় ১৯৫৮ এবং ১৯৬২-তে। ইতালিও ১৯৩৪ আর ১৯৩৮-এ শিরোপা জিতেছিল।
 টানা তিনটি আসরে ফাইনালে ওঠা (১৯৯৪ থেকে ২০০২)। জার্মানিও উঠেছিল ১৯৮২ থেকে ১৯৯০।
 টানা জয় ১১টি।
 সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকা (১৩টি)। ১৯৫৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু, ১৯৬৬ বিশ্বকাপে বুলগেরিয়া ২-০।
 টানা প্রতি ম্যাচে কমপক্ষে একটি গোল করা (১৮ ম্যাচ)। ১৯৩০ থেকে ১৯৫৮ বিশ্বকাপ। এই রেকর্ড আছে জার্মানিরও ১৯৩৪ থেকে ১৯৫৮।
 ফাইনালে সবচেয়ে বেশি গোল (৫টি), সুইডেনের বিপক্ষে ১৯৫৮।

ব্যক্তিগত
 সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন, পেলে (৩ বার) ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০।
 ফাইনাল খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, পেলে, ১৭ বছর ২৪৯ দিন। প্রতিপক্ষ সুইডেন ১৯৫৮ বিশ্বকাপ।
 সর্বকনিষ্ঠ গোলদাতা, পেলে, ১৭ বছর ২৩৯ দিন (ওয়েলসের বিপক্ষে ১৯৫৮ বিশ্বকাপে)।
 সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী, পেলে, ১৭ বছর ২৪৪ দিন, (ফ্রান্সের বিপক্ষে, ১৯৫৮)।
 ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, পেলে, ১৭ বছর ২৪৯ দিন, সুইডেনের বিপক্ষে ১৯৫৮।
 সবচেয়ে বেশি টুর্নামেন্টে গোল করা, পেলে, চারটি (১৯৫৮-১৯৭০)। রেকর্ডে ভাগ আছে জার্মানির উয়ি সিলারের।
 সবচেয়ে বেশি গোল, রোনালদো ১৫টি।
 সবচেয়ে বেশি ম্যাচে গোল করা, রোনালদো, ১১টি।
 সবচেয়ে বেশি ম্যাচে জয়, কাফু ১৬টি।
 সবচেয়ে বেশি ফাইনাল খেলা, কাফু, তিনটি, ১৯৯৪-২০০২।
 টানা ম্যাচে গোল করা (৬টি) জেয়ারজিনহো, জাঁ ফন্টেইনেরও একই রেকর্ড।
 বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গোল করা, জেয়ারজিনহো ৬ ম্যাচে ৭ গোল (১৯৭০)। অ্যালসিডেস ঘিগিয়া ৪ ম্যাচে ৪ গোল, জাঁ ফন্টেইন ৬ ম্যাচে ১৩ গোল।
 খেলোয়াড় আর কোচ হিসেবে সবচেয়ে বেশি টুর্নামেন্ট জয়, তিনটি, মারিও জাগালো ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০।
গ্রন্থনা: রাজীব হাসান

No comments:

Post a Comment