kazi ashraful islam

kazi ashraful islam

Friday, June 11, 2010

winnig record world cup

 বিশ্বকাপের রেকর্ড
তারিখ: ১১-০৬-২০১০

রোল অব অনার
সাল স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৩০ উরুগুয়ে উরুগুয়ে আর্জেন্টিনা
১৯৩৪ ইতালি ইতালি চেকোস্লোভাকিয়া
১৯৩৮ ফ্রান্স ইতালি হাঙ্গেরি
১৯৫০ ব্রাজিল উরুগুয়ে ব্রাজিল
১৯৫৪ সুইজারল্যান্ড পশ্চিম জার্মানি হাঙ্গেরি
১৯৫৮ সুইডেন ব্রাজিল সুইডেন
১৯৬২ চিলি ব্রাজিল চেকোস্লোভাকিয়া
১৯৬৬ ইংল্যান্ড ইংল্যান্ড পশ্চিম জার্মানি
১৯৭০ মেক্সিকো ব্রাজিল ইতালি
১৯৭৪ পশ্চিম জার্মানি পশ্চিম জার্মানি হল্যান্ড
১৯৭৮ আর্জেন্টিনা আর্জেন্টিনা হল্যান্ড
১৯৮২ স্পেন ইতালি পশ্চিম জার্মানি
১৯৮৬ মেক্সিকো আর্জেন্টিনা পশ্চিম জার্মানি
১৯৯০ ইতালি পশ্চিম জার্মানি আর্জেন্টিনা
১৯৯৪ যুক্তরাষ্ট্র ব্রাজিল ইতালি
১৯৯৮ ফ্রান্স ফ্রান্স ব্রাজিল
২০০২ কোরিয়া-জাপান ব্রাজিল জার্মানি
২০০৬ জার্মানি ইতালি ফ্রান্স

 চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি উপস্থিতি—ব্রাজিল (১৯)।
 সবচেয়ে বেশি শিরোপা জয়—ব্রাজিল (৫)।
 সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল—ব্রাজিল ও জার্মানি (৭ বার করে)।
 সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল—ব্রাজিল ও জার্মানি (৯২টি)।
 সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল—ব্রাজিল (৬৪)।
 সবচেয়ে বেশি ম্যাচ হারা দল—মেক্সিকো (২২)।
 সবচেয়ে বেশি গোল করা দল—ব্রাজিল (২০১)।
 সবচেয়ে বেশি গোল হজম করা দল—জার্মানি (১১২)।
 সবচেয়ে বেশিবার টুর্নামেন্ট খেলে দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারা দল—স্কটল্যান্ড (৮)।
 সবচেয়ে বেশি টানা শিরোপা—২; ইতালি (১৯৩৪, ১৯৩৮), ব্রাজিল (১৯৫৮, ১৯৬২)।
 সবচেয়ে বেশি টানা ফাইনাল—৩; (জার্মানি ১৯৮২-১৯৯০), ব্রাজিল (১৯৯৪-২০০২)।
 সবচেয়ে বেশি টানা জয়—১১; ব্রাজিল।
 সবচেয়ে বেশি ম্যাচে টানা অপরাজিত—১৩; ব্রাজিল।
 সবচেয়ে বেশি টানা ম্যাচে হার—৯; মেক্সিকো।
 সবচেয়ে বেশিবার অংশগ্রহণ—৫ বার; আন্তোনিও কারবাজাল (মেক্সিকো, ১৯৫০-১৯৬৬) ও লোথার ম্যাথাউস (জার্মানি, ১৯৮২-১৯৯৮)।
 ৩ বার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার—পেলে (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)।
 সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার—লোথার ম্যাথাউস (জার্মানি, ২৫ ম্যাচ)।
 সবচেয়ে বেশি সময় খেলা—২২১৭ মিনিট; পাওলো মালদিনি (ইতালি)।
 সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার—কাফু (ব্রাজিল, ১৬ ম্যাচ)।
 সবচেয়ে বেশি ফাইনালে উপস্থিতি—৩ বার (কাফু, ব্রাজিল ১৯৯৪-২০০২)।
 সবচেয়ে বেশি ম্যাচ খেলা অধিনায়ক—ডিয়েগো ম্যারাডোনা (১৬ ম্যাচ)।
 বদলি ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার—ডেনিলসন (ব্রাজিল, ১১ ম্যাচ)।
 কনিষ্ঠতম ফুটবলার—নরমান হোয়াইটসাইড (১৭ বছর
৪১ দিন, উত্তর আয়ারল্যান্ড)।

No comments:

Post a Comment