kazi ashraful islam
Monday, January 9, 2012
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান
[বাংলা]দেশীয় ক্রিকেটে নতুন উত্তেজনা নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। ক্রিকেট ভক্ত বলিউড তারকা শাহরুখ খান এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। শাহরুখ খানের পক্ষে তার প্রতিনিধি এ ব্যাপারে যোগাযোগ করেছেন বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টে থাকা প্রতিষ্ঠান ‘গেম অন’-এর সঙ্গে।
কিং খানের ক্রিকেট প্রীতি দীর্ঘদিনের। আইপিএলে বিপুল অংকের টাকা বিনিয়োগ করে তিনি কলকাতা নাইট রাইডার্সেও মালিকানা কিনেন। বাংলাদেশে প্রথমবারের মতো টি-টোয়েন্টি পেশাদার ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজনের কথা জানতে পেরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই লীগে তিনি একটি দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন।
বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ‘গেম অন’-এর পরিচালক অঞ্জন গাঙ্গুলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহরুখ খানের নিজস্ব প্রতিষ্ঠান রেড চিলির কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা হচ্ছে।
বিপিএল টি-টুয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৯ ফেব্র“য়ারি। সবকিছু ঠিকঠাক থাকলে এই লীগের শিরোপা লড়াইয়ে অংশ নেবে কিং খানের টিম।[/বাংলা]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment