সেনাবাহিনীতে সরকার উত্খাতের চেষ্টা ব্যর্থ-সংক্রান্ত খবরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। আজ দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগেই মাঝপথে বিষয়টি সম্পর্কে দেশবাসীকে কিছু অসম্পূর্ণ তথ্য জানানো হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, সরকার নানা কারণে মহাসংকটে পড়েছে। তাই গত ডিসেম্বরে সংঘটিত একটি পুরোনো কাহিনির অসম্পূর্ণ প্রচারের উদ্দেশ্য, জনগণের দৃষ্টিকে অন্য খাতে প্রবাহিত করা। দ্রব্যমূল্য, গুম, খুন, হত্যা, অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। আর সরকার এই সংকট নিরসনে ব্যর্থ হয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
একই সঙ্গে সরকার চলমান পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের হীন উদ্দেশ্যে একটি স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করতে চাচ্ছে বলে ফখরুল ইসলাম মন্তব্য করেন।
সম্প্রতি সেনা সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকারকে উত্খাতে সাবেক ও বর্তমান কিছু সেনাসদস্য অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। গত ১৩ ডিসেম্বর এই পরিকল্পনার কথা সেনাবাহিনী জানতে পারে।
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপপ্রয়াসের অংশ হিসেবে তারা (সরকার) ঘটনার বিবরণের সঙ্গে বিরোধী দলের দিকে ইঙ্গিত করার নির্দেশনা দিয়েছে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ওই খবর সম্পর্কে ভারতীয় প্রচারমাধ্যমে মতলবি প্রোপাগান্ডা শুরু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এবং দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেব সশস্ত্রবাহিনীকে অপব্যবহারের বিপজ্জনক খেলা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন
Salma
২০১২.০১.২২ ১৭:৪০billah
২০১২.০১.২২ ১৭:৪৪Russell
২০১২.০১.২২ ১৭:৫৭jamal hossain
২০১২.০১.২২ ১৭:৫৮ONEENDA HANNAN PRAMANIK
২০১২.০১.২২ ১৮:০০Hasan
২০১২.০১.২২ ১৮:০৬Akram
২০১২.০১.২২ ১৮:১৪Mamun Al Rashid
২০১২.০১.২২ ১৮:৩৬আব্দুল্লাহ্ আল মামুন খোশ্ নবীশ, প্যারাগুয়ে
২০১২.০১.২২ ১৮:৪১