kazi ashraful islam

kazi ashraful islam

Sunday, January 22, 2012

আ.লীগের প্রতিক্রিয়া ব্যর্থ হয়ে এখন তারা উল্টাপাল্টা বকছে

সরকারি দল আওয়ামী লীগ বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেই ধারণা করা যায়, ব্যর্থ সেনা অভ্যুত্থানচেষ্টায় তাদের ইন্ধন ছিল।
বিএনপির সংবাদ সম্মেলনে দেওয়া মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে এ কথা বলেন।
হানিফ বলেন, মির্জা ফখরুল একদিকে এ ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে শুকরিয়া আদায় করেছেন। এখন ব্যর্থ হয়ে তাঁরা উল্টাপাল্টা কথা বলে নিজেদের রক্ষা এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিএনপি যে হত্যা-ক্যুর রাজনীতিতে বিশ্বাসী, তা বারবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই প্রথম সামরিক বাহিনী সরকারবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে তা জনসমক্ষে প্রকাশ করেছে। তারা নিশ্চিত হয়েই তা প্রকাশ করেছে।
জনাব হানিফ বলেন, ‘মির্জা ফখরুল পূর্ণ তদন্ত চান। আমরাও জানতে চাই, এর সঙ্গে আর কারা জড়িত, নামটা বলুন।’ তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় খালেদা জিয়া ভোরে বাসভবন ছেড়ে পালিয়েছিলেন। আর এবার ডিসেম্বরে তিনি সরকার পতনের কথা বলেছিলেন। এই ডিসেম্বরেই ক্যুর চেষ্টা করা হয়। আবার ১৮ ডিসেম্বর চোরাগোপ্তা হামলা করার চেষ্টা করে বিএনপি-জামায়াত। এসব ঘটনা একই সূত্রে গাঁথা।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, অভ্যুত্থানচেষ্টার বিশ্বাসযোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করতে চায়। অভ্যুত্থানচেষ্টার হোতাদের রক্ষা করার জন্যই মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করেছেন।

পাঠকের মন্তব্য



সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন

রহমান

রহমান

২০১২.০১.২৩ ০৩:২৫
ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত বিএনপির নির্বাচনে লড়ার ক্ষমতা কেড়ে নেয়া উচিত।

Ali

Ali

২০১২.০১.২৩ ০৪:৩৩
নোরা রাজণিতির বহিপকাশ। কাদা ছ্বরা ছৃরি আর কত দিন করবেন।

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.০১.২৩ ০৫:১৭
যারা গনতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করেনা, যারা যুদ্ধাপরাধিদের বিচার চায়না - তারা যে এই কাজের ইন্দন যোগাচ্ছে তা জনগন ভাল করে বুঝে। বাংলাদেশের জনগন বিশ্বের সবচেয়ে স্বচেতন নাগরিক। দুর্ভাগ্য তারা সৎ নেতৃত্ব পাচ্ছেনা । শিল্পোন্নত বিশ্বে জনগন কাজ আর বারে সময় কাটায়। বাংলার জনতা কাজের পর আত্ম সমালোচনা না করলে ও রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষনে সময় ব্যয় করে।

Tayyip Rahman

Tayyip Rahman

২০১২.০১.২৩ ০৫:২৬
I agree with Ashraf. I want to know why Khaleda threatened present govt on a speech last month. Why Khaleda fled during BDR revolt and where did she go?

ibne mizan

ibne mizan

২০১২.০১.২৩ ০৫:২৭
আসলেই আওয়ামী লীগের অর্জন কি? তারা জাতিকে কি কিছু দিয়েছে? বিএনপি ই বা কি করেছে?
কিন্তু সেহেতু কেউ ই কিছু দিতে পারছে না। তাই জনগন বার বার পরিবর্তন চায়।

Shopon

Shopon

২০১২.০১.২৩ ০৫:৩২
When government is failer in all sector than they creat this story to move our eys.I really don't belive them.If it's really happend,how they acuse someone before investigate????????
it's really so pathetic fo our Nation.

daud rahman

daud rahman

২০১২.০১.২৩ ০৬:০৮
হানিফ সাহেব, আপনারাও জনগনের বিচারবুদ্ধিকে এত নিচুস্তরের মনে করবেন না ৷ তথ্য এবং প্রমানসহ বলুন বিএনপির ভুমিকা কি৷ ইচ্ছামত যা মনে হয় তাই দিয়ে রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করবেননা৷ আওয়ামী লীগের ইতিহাস আর ভুমিকাকে অপমান করবেননা৷

mohammad rahman

mohammad rahman

২০১২.০১.২৩ ০৬:৩০
এভাবে চলতে থাকলে একদিন ঘটনা সবার নিয়নএনের বাইরে চলে য়াবে। তখন পরসপরকে দোষ দেয়ারও আর সুযোগ পবেন না।

Utpol Shaha,England

Utpol Shaha,England

২০১২.০১.২৩ ০৭:৪৯
দু-দলের এ ধরনের ঝগড়া দেখে বিদেশের ক্যাম্পাসে আমাদেরকে সহপাঠিদের কাছে হেয় হতে হয়।

মনিরুজ্জামান

মনিরুজ্জামান

২০১২.০১.২৩ ০৮:০৭
সব ঘটনা এক সুতরে বাধা মনে হয়, মির্জা ফখরুলের বক্তব্য, বি এন পি জামাতের কাজ সব মিলিয়ে আমরা ব্যপারটি উড়িয়ে দিতে পারছি না। আশাকরি তদন্তে সব বের হয়ে আসবে।

Mahmudul Islam

Mahmudul Islam

২০১২.০১.২৩ ১০:১০
বড়ই মজা পাইলাম।

Rashad Ahemd

Rashad Ahemd

২০১২.০১.২৩ ১০:১৪
বাংলার জনতা-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, গুম, খুন, হত্যা-অপহরণ যখন নিত্যকার ঘটনা, তখন এসব সংকট নিরসনে ব্যর্থ সরকার দেশবাসীকে বিভ্রান্ত করতে চাইছে।

Joy

Joy

২০১২.০১.২৩ ১০:২০
জন্মপরিচয়হীন এই সব রাজাকারের দল বিএনপি আর জামায়াতের বিরুদ্ধে আসুন আমরা সবাই সোচ্চার হই।

Ali Ahsan

Ali Ahsan

২০১২.০১.২৩ ১০:৩০
High-bred Leader.
Mr. Hanif is loosing image of AL.

Arifur Rahman Jyoty

Arifur Rahman Jyoty

২০১২.০১.২৩ ১০:৪১
এই নোংরা রাজনীতি ভালো লাগেনা।

Muhammad Foysal

Muhammad Foysal

২০১২.০১.২৩ ১০:৪৩
দুই দলের হাত থেকে আমাদের বাচানোর মত কেউ কি আসবেনা ?

M. Abdul. Hannan

M. Abdul. Hannan

২০১২.০১.২৩ ১০:৪৬
সব কিছুই যুদধঅপরাধিদের বাচানোর অপচেষটা মাএ। তবে ৭১ এর সেই পরাজিত শক্তি এখনও যে কত ভয়ংকর সেটা আবারও দেখা যাচছে। এদেরকে যত তাড়াতাড়ি উচিত সমুলে উৎপাটন করা। এদের আর সুযোগ দেয়া উচিৎ না।

T Alahee

T Alahee

২০১২.০১.২৩ ১০:৪৯
কিন্তু মানুষ তো অন্য কথা বলছে। তারা বলছে, আপনাদের জনসমর্থন যে হারে কমে যাচ্চে তাতে আগামী ইলেকশন আসার আগেই তা তলানীতে গিয়ে ঠেকবে।

N. Hasan Razu

N. Hasan Razu

২০১২.০১.২৩ ১০:৫৪
আ: লীগ/বিএনপি র কথায় কান না দেয়াই ভাল। এরা যাদের স্বৈরশাসক বলে, ক্ষমতার লোভে তাদেরই পেছন পেছন ছুটে । লজ্জা তখন আমাদেরই পেতে হয়।

Md.Faroque Hossain

Md.Faroque Hossain

২০১২.০১.২৩ ১০:৫৫
brothrer Joy, if we stand against b.n.p and Jamat, what will be our benefit? what do we get from our present goverment? did they work for people?

mohammed shamim

mohammed shamim

২০১২.০১.২৩ ১০:৫৫
It's realy very funny. What is the real ???????????

No comments:

Post a Comment