রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ব্লেক সাহেবের কথায় বাংলাদেশ চলে না। ব্লেক সাহেবদের কথায় যদি বাংলাদেশ চলত, তবে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ চলে বাংলাদেশের কথায়। বাংলাদেশের জনগণের কথায়।’
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
রবার্ট ব্লেক দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, বিএনপি দাবি করেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। অন্যদিকে, ব্লেক সাহেব বলেছেন এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতে। সুরঞ্জিত বলেন, ‘কত ব্লেক আইছে-গেছে। ব্লেক সাহেবদের কথায় কোনো দিন নীতিনির্ধারণ হয়নি। এটি একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এ দেশের বিরোধীদলীয় নেত্রীকে আহ্বান করব তিনি সরকারকে ল্যাংড়া-লুলা বানানোর অভিশাপ না দিয়ে তাঁর দলকে একটি সুস্থ, সংস্কৃতিবান ও সাংবিধানিক দলে পরিণত করুন। তাহলে গণতন্ত্র এগিয়ে যাবে।’
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই নেত্রীর সমঝোতার বিষয়ে ব্লেকের বক্তব্যের সূত্র ধরে সুরঞ্জিত বলেন, ‘সংলাপ তো আর শর্ত দিয়ে হয় না। বিএনপি যদি আগেই শর্ত দেয়, তাহলে তারা সংলাপ চায় না। তারা চায় তাদের দাবি জবরদস্তি করে পাস করতে।’ তিনি বলেন, ‘গণতন্ত্র সমঝোতার বিষয়। গণতন্ত্র তো ট্রেড ইউনিয়ন নয়। মূল কথা হচ্ছে গণতন্ত্রের সাসটেইনেবিলিটি।’
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের দাবি ও সরকারের অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্র করবেন, সংসদকে ফাংশন করতে দেবেন না, সংসদকে অকার্যকর করবেন, অনবরত বয়কট করবেন, তারপর বলবেন যে আমাকে আমার খুশিমতো নির্দলীয়, নিরপেক্ষ সরকার দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, দিতে হবে না, আমরা কোনোটাই বলিনি।’ সুপ্রিমকোর্ট বলেছে যে, ‘একই সঙ্গে নির্বাচিত সরকার ও অনির্বাচিত সরকার চলে না। সুতরাং এটা অসাংবিধানিক, আলট্রা ভায়োলেট টু দ্য কনস্টিটিউশন। তারপর তারা এও বলেছে যে যদি প্রয়োজন হয়, তবে সংসদ আরও দুই টার্ম দিতে পারে কিন্তু সুপ্রিম কোর্টকে রাখা যাবে না।’
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংশোধনীকালে তত্কালীন বিএনপির অবস্থানের বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকারের যে মিডনাইট ল করেছিল, সেখানে মূলতত্ত্বই ছিল সুপ্রিম কোর্টকে ঘিরে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অতীত-বর্তমান-নিকট ভবিষ্যত্ এবং আপিল বিভাগ সবাইকে নিয়ে। তারা যদি না থাকে তাহলে কি এত নাটক হয়? সে ক্ষেত্রে আমরা বলেছি, আপনারা কমিটিতে আসেন। আমরা আশা করেছিলাম তারা সংসদে আসবে কিন্তু আসেনি। এখন আমরা বাহাত্তরের সংবিধানে ফিরে গেছি। আমরা একটা শব্দ, দাঁড়ি-কমাও পরিবর্তন করিনি। যা ছিল বাহাত্তরে সেই অনুযায়ী ’৭৩-এ নির্বাচন হয়েছে, এখন তা-ই আছে।’
বিএনপির গ্রহণযোগ্য ফর্মুলা থাকলে তা সংসদে নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংসদে তারা নির্বাচিত হয়েছে, তারা যেহেতু মেন্ডেইটেড, সংসদ সদস্যদের ব্যক্তিগত অধিকার রয়েছে। তারা সব সময় সেখানে আসতে পারেন।’
এ ক্ষেত্রে বিএনপির অসহযোগিতার বিষয়ে সুরঞ্জিত বলেন, যেকোনো প্রস্তাব যদি তারা দেয়, ‘আমরা বলেছি আমরা আলোচনা করব। সংসদের বাইরের কমিটি কি তাদের ডাকেনি? তারা এসেছে? আসেনি।’ তিনি আরও বলেন, ‘সংবিধান রচনাতেই যদি তারা অংশগ্রহণ না করে তাহলে আমার সংশয় হয় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা আগে বলুক, তারা সংবিধানে বিশ্বাসী, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী।’
সুরঞ্জিত বলেন, ‘আওয়ামী লীগ একদিন আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল। ক্রিকেটে যেমন রানার দিয়ে খেলা যায়, পরীক্ষায় যেমন নকল করা যায়—আন্দোলনে এসব চলে না। আওয়ামী লীগ আওয়ামী লীগের ধারা-ই আন্দোলন করবে। বিএনপি ষড়যন্ত্রে সুন্দর, আন্দোলনে নয়।’
এ জট কীভাবে খুলবে, এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন,
‘কোনো জট নাই। সংবিধান আছে দেশে। তার পরও যদি তাদের কোনো কথা থাকে, তাহলে বলেছি গণতন্ত্রের স্বার্থে আলোচনা হবে। নেত্রী বলেছেন, আমরা সংবিধান সংশোধন করতে রাজি আছি; তারা কি করতে রাজি আছেন?’
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনীতে হলের সাবেক শিক্ষার্থীরা সপরিবারে অংশ নেন। দিনভর নানা আয়োজনে টিএসসি ছিল উত্সব মুখর। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কানুতোষ মজুমদারের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস প্রমুখ।
পাঠকের মন্তব্য
- দেশের জনগনের কথায় যদি দেশ চলে তাহর জনমত উপেক্ষা করে কেন তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন ? দেশে এখন মানুষ জবাই করে হত্যা করা হচ্ছে !! জনগন গুম হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে তা কি জনগনই করতেছে ? কোন জবাব দিতে পারবেন না কারন এই সরকারই দায়ি এর জন্য। জনগনের মতামত নিয় কোন জিনিস করেছেন আপনারা !!!যা কিছুই করেছেন গায়ের জোরে করেছেন। কথায় আছে এই দিন দিন নয় আরো দিন আছে !! সুতরাং এ কথাটি মনে রেখে সকল সরকারকে দেশ চালানো উচিত। জোর করে ভাত সিদ্ধ করা যায় না। দেশের জনগন গনতন্র বুঝে কিন্তু আপনার আপনাদের সরকার বুঝে না। বুঝে শুধু জোর জুলুম আর অত্যাচার। জনগন তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চায়। কেন গায়ের জোরে নিজেদের অধীনে নির্বাচন করতে চান কোন স্বার্থে ?? দায়া করে তা জনগনকে একটু জানাবেন নিরপক্ষমনে।
- রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশ চলে বাংলাদেশের জনগণের কথায় । খুব ভালো কথা ।গুপ্ত মহাশয় নিশচয় জানেন কেয়ার টেকার বা নির্দলীয় সরকার জনতার দাবীতে পরিনত হয়েছে । এবার তাহলে জনগণের কথামত কেয়ার টেকার সরকার করে প্রমান করুন "বাংলাদেশ চলে বাংলাদেশের জনগণের কথায়" ।
- আমরাও চাইনা ব্লেক বা অন্য কারো কথায় বাংলাদেশ চলুক , আমরা চাই বাংলাদেশ চলবে নীতি - নৈতিকতা মেনে বাংলাদেশের মানুষের কথায় , কারন এ দেশের মালিক এ'র জনগণ । কিন্তু জনগনের দোহাই দিয়ে সবাই জনগনের সাথে প্রতারণা করে , আমরা এ অবস্থারও অবসান চাই ।
- সুরঞ্জিত সেনগুপ্তের ভুলে যাওয়া উচিত নয়, কারো খুশীমতো সংসদে ৪-৫ মিনিটে নির্দলীয়-নিরপেক্ষ সরকার বাতিল করা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় । যারা তও্বাবধায়ক সরকার ব্যবসহা বাতিল করেছে তাদেরই গ্রহণযোগ্য ফর্মুলা সংসদে বলতে হবে এমনটিই মানুষ মনে করে ।
- বাংলাদেশ চলে বাংলাদেশের জনগণের কথায়.......আসলেই? তাহলে আর ডিজিটাল টাইম, ২ টা ঢাকা সিটি হইতো না। নাকি হইতো?
- তিনি যা বলেছেন তা কি তিনি নিজে বিশ্বাস করেন? নিজেরা কি করেছিলেন আর কি করছেন তা তিনি না জানলেও দেশের মানুষ জানে। নীতিবাক্য সবাই বলতে পারে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সুপ্রিমকোর্ট কি বলেছে আর আপনারা কি ব্যাখ্যা দিয়েছেন তা তো আপনারা জানেন। Please honor the public demand. Learn from history.
- জনাব সুরঞ্জিত বাবুকে বলছি-
বাংলাদেশ, বাংলাদেশের জনগণের কথায় চলে এবং চলবে- এ বিষয়ে আমি আপনার কথায় একমত।
আপনি, আপনার সরকার এবং আপনার প্রধানমন্ত্রী যদি এটাই মনে করেন তবে `তত্ত্বাবধায়ক সরকার' থাকবে কি থাকবে না তার জন্য জনগণের মাঝে referendum-এর ব্যবস্থা কেন করলেন না। যদি আপনাদের সতসাহস থাকে তবে এখনই referendum-এর ব্যবস্থা করুন। দেখুন, বাংলাদেশের জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে।
আমরা সাধারণ জনগণ শান্তি চাই। দেশটাকে আর নরক-কুন্ডে পরিণত করবেন না।
- He knows only how to talk... nothing else..!!!
- সুরঞ্জিত সাহেব আপনি কি একটু রঞ্জিত !!!!! জনগনের দোহাই দিয়ে জনগনের সাথে প্রতারণা !!!!!!!!!!!!
- বাংলাদেশ আমেরিকার কথায় চলে না, এমন কথা জোর গলায় বলবো কি করে? সেই ৭১ সনে পাকিস্তান আমেরিকার কথায় আমাদের ক্ষমতা দিতে রাজি হয় নি। সে স্নায়ু যুদ্ধের সময়ে আমেরিকার ছিল রাশিয়া ভীতি। এখন তাদের রয়েছে ভারত ও চীন ভীতি।
মনে পড়ে ফখরুল মইনুলের শাসনের কথা। তখন ও আমেরিকার নির্দেশেই মঈন রা সাহস করে ক্ষমতা আঁকড়ে থাকতে পারেন নি। তাছাড়া বাংলাদেশের এখন যা অবস্থা, তাতে মনে হচ্ছে, শুধু গার্মেনস শিল্পের যা অবস্থা, আমেরিকার আমদানী বন্ধ হলে আমরা এক বিশাল বাজার হারাবো। তাই, সব সরকার কেই "আমেরিকা সমিহ" নীতি গ্রহন করতে হয়।
মুখে যতই বলি, আমেরিকা এই সেই, তারাই সব গুটি চলাচালির মুল নায়ক।
- এদেশ চলে কিছু স্বল্পশিক্ষিত, দুর্নীতিবাজ, আর ক্ষমতাধর রাজনীতিজীবিদের কথা্য।
- আমাদের রাজনিতিবিদরা বিপদে পরলে আমেরিকাতে দৌড় দেন।আবার স্বার্থে আঘাত লাগলে বেঁকে বসেন। এইসব লজ্জাহীন চরিত্র গুলে দিন দিন জনগনের কাছে হাসির ও অ-শ্রদ্ধার পাত্র হিসেবে প্রকাশ পাচ্ছে।।
- The more they talk the less they work...Stop playing game with peoples right.
- বাংলাদেশ চলে ভারতের কথায়।
- বাংলাদেশ চলে বাংলাদেশের জনগণের কথায়।আপনদের ক্ষেত্রে এই উক্তি সর্বৈব মিথ্যা।
জনগনের দোহাই দিয়ে জনগনের সাথে প্রতারণা আর কতদিন।
- সুরঞ্জিত সেনগুপ্ত,ওবায়দুল কাদের সাহেবরাতো অন্তত মাঝে মধ্যে ভালো ভালো গনতান্ত্রিক রাজনৈতিক বক্তব্য দেন। কিন্তু সে সব বক্তব্য দল উনাদের ক্ষমতাসীন আওয়ামি লীগের বর্তমান আচরণের ম্যাচ করে না।
- সরকার ভারতের কথা মত তো চলে।
- যতদিন না দেশ মাথা উচু করে দাড়াতে পারবে, ব্লেক সাহেবদের উপদেশ শুনে যেতেই হবে!!
- ব্লেক এর কথায় বাংলাদেশ চলে না... চলে ভারত এর কথায়। । । ।
- এ কথায় শেষ পর্যন্ত অটল থাকতে পারবেন?
- This government is very cleaver.They are saying something through their mouth and possessing another thing in their heart.
- সারা জীবন রাজনীতি করেছেন, নিজে কি পেয়েছেন, আর জনগনকে কি দিয়েছেন,
- thanks for সুরঞ্জিত সেনগুপ্ত
- B N P.যা চায় তা দিয়ে দিন।না হলে আবার আন্দলন করবে.
- জহির সাহেবের কথার সাথে আমি একমত ।একটা কথা না বললে ই নয়। দেশ বেলেকের কথায় চলেনা ১০০০ % ঠিক। দেশ চলে পাশের দেশের বাবুদের কথায় যখন এ দল খমতায় আসে।
- বাংলাদেশ চলে বাংলাদেশের জনগণের কথায়। দাদার কথায় না ।
- সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব ,তবে কথা আচে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া আপনাদের উচিত, যেটা জনঘণ চায়/
- আমরা মানে জনগন সব বুঝি ........
- রাজনৈতিক চাল খাটিয়ে মন্ত্রীত্বটাতো ভালোই বাগিয়ে নিয়েছেন। সময় থাকলে এই পৃষ্ঠায় মন্তব্যগুলো পড়ে দেখবেন। বাবুমশাই ব্লেক সাহেব দাওয়াত দিলে, লাইনের প্রথমে তো আপনাকেই দেখা যাবে। এদের পেছনে ছোটাছুটিতে তো আপনাদের জুরি নাই। এক এগারোর ভিডিও ক্লিপ গুলো দেখলে বুঝতে পারবেন যে কে কার পেছনে ছুটাছুটি করে। জনগনের কথা বলে জনগনকে আর কতো ধোকা দেবেন।
Mizanur Rahman,canberra,Australia
- you just need to be honest for once in your lifetime!
- মুখের শকতি আর কোমরের শক্তি দুটো আলাদা জিনিস ।
- " ব্লেক সাহেবের কথায় বাংলাদেশ চলে না ", আপনি ঠিকই বলেছেন মাননীয় রেল মন্ত্রী। তবে জনগণের কথায় বাংলাদেশ চলে একথা ঠিক নয়্ ।অবশ্য জনগণ বলতে যদি ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রী বুঝিয়ে থাকেন তবে ঠিক আছে।
- well said...but its not true but thanks to him as he has the guts to say it publicly...
- হা ঠিক বলেছেন তবে এখন চলে আপনাদের কথাই আর যখন বিএনপি ক্ষমতায় চিল তখন কিন্তু দেশ চলচিল তাদের কথাই।
- ব্লেক সাহেবের কথায় দেশ চলে না। চলে ভারতের কথায় !! সীমান্তে মানুষ মারছে একবারও তো লোকাল গার্জিয়ানকে কিছু বলার সাহস পাচছেন না !
- গতো তিন বসোর থেকে দেশ India'r কথায় চলে ।
- তাদের সামনে মাথা থাকে নিচ দিকে আর বাকি সবটুকু থাকে উপড় দিকে। তাদের আবার এত বড় বড় কথা !
- অন্যদের বলার সুজোগ করে দেন কেন ?
াপনারা যদি সঠিক পথে চলতেন অন্যরা বলার সজোগ পেত না ...
- now a days every one knows present government rule Bangladesh Indian opinion.
- Dear minister please tell us who run Bangladesh.
- দেশ ভারতের কথায় চলেছে বলেই দেশ স্বাধীন হয়েছে ।আবার ভারতের কথায় দেশ চলছে বলেই দেশের স্বাধীনতা চলে গেছে ইজারাদারের হাতে !
- try to do something good for this country and for the peples...
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন