ফখরুদ্দিন আহমদ ও মইন উ আহমেদ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদসহ আরও কয়েকজনকে বিচারের আওতায় আনার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদে উপস্থাপিত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়।
২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনার বিষয়ে এই প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। ‘বিশ্ববিদ্যালয়ে সংঘটিত আগস্ট/২০০৭-এর ঘটনাবলি’ শীর্ষক এই প্রতিবেদনে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধেরও সুপারিশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনা পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
রাশেদ খান মেনন প্রতিবেদনটি নিয়ে সংসদে আলোচনার দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার শওকত আলী জানান, বিষয়টি বিবেচনা করা হবে।
৩৮৪ পৃষ্ঠার এই প্রতিবেদনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ঘটনার বিবরণ, তদন্ত কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ, উপকমিটির বৈঠকের কার্যবিবরণী রয়েছে। ওই সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ক্লিপিং, বাংলাদেশ বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারমাধ্যমের খবরের লিখিত রূপ, সরকারের গোপনীয় নথি, কমিটিতে সাক্ষ্য দেওয়া ছাত্র-শিক্ষকদের বক্তব্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সেই সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা ও আমলাদের বক্তব্যও প্রতিবেদনে স্থান পেয়েছে। এ ছাড়া ওই সময়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদ আলাদাভাবে সিডি আকারে দেওয়া হয়েছে।
সুপারিশে সহিংস ঘটনার জন্য ফখরুদ্দীন আহমদ, মইন উ আহমেদ, ডিজিএফআইয়ের সাবেক প্রধান মেজর জেনারেল এ টি এম আমিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলমসহ বেশ কয়েকজনকে দায়ী করা হয়েছে। তাঁদের প্রচলিত আইনের আওতায় বিচারের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য পুলিশের তৎকালীন মহাপরিদর্শক নূর মোহাম্মদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সুপারিশে ডিজিএফআইয়ের রাজনৈতিক হস্তক্ষেপ এবং টিএফআই ও যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ সেল বন্ধ করতে বলা হয়েছে। কমিটির মতে, জিজ্ঞাসার নামে নির্যাতন গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এ ছাড়া সংসদীয় কমিটিকে যাতে কেউ উপেক্ষা করতে না পারে, সে জন্য কমিটিতে যে কাউকে তলবের ক্ষমতা দিতে বলা হয়েছে।
২০১০ সালের ১৯ সেপ্টেম্বর সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননকে আহ্বায়ক এবং মির্জা আজম, বীরেন শিকদার ও শাহ আলমকে সদস্য করে এ বিষয়ে একটি উপকমিটি গঠিত হয়। ২০১১ সালের ৮ ডিসেম্বর উপকমিটি প্রতিবেদন চূড়ান্ত করে এবং ২০ ডিসেম্বর সংসদীয় কমিটি ওই প্রতিবেদন অনুমোদন করে।
প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, উপদেষ্টা পরিষদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু ডিজিএফআই তাতে বাধা দেয়। জনপ্রশাসনকে উপেক্ষা করে ডিজিএফআই যে ঔদ্ধত্য দেখিয়েছে, তা পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে তুলনাযোগ্য। ’৭৫-পরবর্তী সরকারগুলো ক্ষমতা টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সুযোগ-সুবিধা বাড়ানোয় এবং জরুরি অবস্থায় সেনা কর্মকর্তাদের পদমর্যাদা বাড়ানোয় সামরিক-বেসামরিক সম্পর্কের অবনতি ঘটেছে।
পর্যবেক্ষণে ঘটনাকে পরিকল্পিত এবং বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যসম্পন্ন বলে উল্লেখ করা হয়েছে। পর্যবেক্ষণে বলা হয়, ফখরুদ্দীন ও মইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য সরাসরি দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী প্রক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ সেনাবাহিনীর পক্ষাবলম্বন করেন এবং মেজর কামরুল ছাত্রদের সঙ্গে অসদাচরণ করেন। এ টি এম আমিনের বোন, সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আসমা সিদ্দিকার ভূমিকা ছিল বিতর্কিত।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন
-
Mustafiz Rahman
২০১২.০২.০৭ ০২:৫৭ - সংসদীয় কমিটির মতে,জনপ্রশাসনকে উপেক্ষা করে ডিজিএফআই যে ঔদ্ধত্য দেখিয়েছে, তা পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে তুলনাযোগ্য । যারা পাকিস্তানি সামরিক বাহিনীর মত ঔদ্ধত্য দেখিয়েছে, তাদের প্রiয় সকলেই গণতানিএক সরকারের আমলে নিরাপদে দেশ ত্যাগ করে ধরা ছোয়ার বাইরে চলে যাবার পর বিচারের আওতায় আনার সুপারিশ কতটা বাসতবায়ন হবে তা সময়ই বলে দিবে ।
- ২০১২.০২.০৭ ০৩:২৫
- fokhar uddin & mouin u ahammed was right.
- ২০১২.০২.০৭ ০৩:৫৭
- শুধু এই কয়জন ই দায়ী? নিচের দিকের অনন্য সব কাল্প্রিতদের যারা ছেলেদের বুটের লাথি দিয়েছে, পিঠিয়েছে তাদের ছেড়ে দেবার চেষ্টা হস্ছে নাতো?
-
maruf
২০১২.০২.০৭ ০৪:৪১ - আমরা আশ্চর্য না হয়ে পারিনা, কি করেছিলেন এই দুজন? কি মহা ভারত অশুদ্ধ হয়েছিল সেদিন?
-
Mohammad Shawkut Hossain
২০১২.০২.০৭ ০৪:৫৯ - ফখরুদ্দিন আহমদ ও মইন উ আহমেদ সাহেব আপনাদের দুজনকে জানাই অসংখ্য সালাম। আমারা একটি অভাগা জাতি সুযোগ থাকা সত্যেও আপনাদেরকে রাখতে পারি নাই যার কারনেই আমরা বার বার ধোকাবাজদের হাতে ধরা খাই।
-
mohammad rahman
২০১২.০২.০৭ ০৫:১২ - বাংলাদেশের গনতনএের এমনি রুপ !!
গনতনএীদের অপরাধে আইন বিচার একদম চুপ !! -
Waliur
২০১২.০২.০৭ ০৫:৪৫ - কিসের জন্য ফকরুদ্দিন-মইন উদ্দিনের বিচার করা হবে? দেশের অবস্থা কি ওদের সময়ে খুব খারাপ ছিল?
-
সায়মন খান।
২০১২.০২.০৭ ০৬:১৮ - তোমরা এ অভাগা দেশটার দিন বদল করতে চেয়েছিলে।বাংলাদেশ ও-এর-প্রতিটা-ভাল-মানুষ-তোমাদের মন থেকে ভালোবাসে।ভয়-পেয়-না-তো্মাদের কিছুই হবে না।
-
Ruhel Ahmed
২০১২.০২.০৭ ০৬:৪৬ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এমন ঘটনা ঘটেছিল তার জন্য ফখরুদ্দীন কে সাজা দিতে হবে ? গত দিন বছড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সব জঘন্য ঘটনা ঘটল তার জন্য কে শাস্তি পাবে ?গত তত্বাবদায়ক সরকারকে যদি কেউ শাস্তি দেবার চিন্তা করেন তবে মনে রাখবেন এক মাঘে শীত যায়না ।
-
Abdullah Al-Mamun. রংপুর।
২০১২.০২.০৭ ০৯:১৪ - যারা এনাদের কাছ থেকে সুবিধা নিয়েছে তাদের চিহ্নিত করুন ।
-
Mehnaz
২০১২.০২.০৭ ০৯:২২ - The government is really crazy to think this type of things now. There are a lot more important things to discuss in parliament than to discuss about the things that are past.
-
sabuj hossain
২০১২.০২.০৭ ০৯:৪৯ - Most of Bangladeshi like Fakoruddin , this is the problem of corrupted government .
- ২০১২.০২.০৭ ১০:০৪
- THERE GOVERNMENT WAS BETTER THAN BNP & AL GOVERNMENTS............OR NOT......
-
N. Hasan Razu
২০১২.০২.০৭ ১০:১৮ - উফ্ ব্যাপক মজা পাইছিলাম, যখন দেখলাম দেশের বাঘা বাঘা সাংসদরা যারা ভেবেছিল তাদের কুকর্মের বিচার এই স্বাধীন বাংলায় হইব না, কিন্তু ফখরুদ্দিনরা ধইরা ধইরা জেলে ঢুকাইছে সেদিন। এখন এর প্রতিশোধ নেয়ার ইচ্ছা মনে জাগছে। আমরা বাশ্বাস করি আজ পর্যন্ত রাজনীতিবিদ দের বিরোদ্ধে যত মামলা হয়েছে এর মধ্যে সব চাইতে সত্যনিষ্ট মামলাগুলো হয়েছে ফখরুদ্দীন-মইন আমলে। কিন্তু এই অপদার্থ জাতি এদের মূল্যায়ন করেনি এক ফোটাও, কম দামে চাল খাইতে পাগল হইয়া গেছিল।
-
Kulsum Al-Nazrul
২০১২.০২.০৭ ১০:৩৬ - বিচার করতে হলে অনেক প্রসঙ্গ এসে যাবে ।
-
Farhan Fardin
২০১২.০২.০৭ ১০:৪০ - কাজ নেই তো খই ভাজ!!
ফখরুদ্দীন-মইনকে বিচারের আওতায় আনার সুপারিশ কেন? সংসদীয় কমিটি কি আর কোনই কাজ নেই???
যেই দোষে উনাদের বিচারের আওতায় আনা হবে সেই দোষে ছাএ লীগ , যুব লীগ সবচেয়ে আতংকের নাম, তা হলেতো এই দলের মাথাকেও তো বিচারের আওতায় আনা দরকার, তাও কি পসিবল, কিন্তু আমরা জানি আইন সবার জন্যই সমান..... -
tayub
২০১২.০২.০৭ ১০:৪৭ - good luck fokhar uddin & mouin u ahammed
-
শাহীনুর আলম নাছিম
২০১২.০২.০৭ ১১:১১ - দেশ ঠিক করতে হলে কেয়ারটেকার সরকারের বিকল্প নাই। এটি সাধারন মানুষ বিশ্বাস করে।
-
*Mohammad
২০১২.০২.০৭ ১১:১৫ - Gen. Moinuddin & Dr. Fakrudding my had off to you sirs!! We think your presence again required for give lesson to our politician (what is democracy)!!
-
imtiaz ahmed chowdhury
২০১২.০২.০৭ ১১:১৬ - তোমরা যে যাই বলো ভাই , ঐ সময় টাই বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো ছিলো রাজনিতিক রা ছাড়া ।
-
Md. Kamrul Hasan
২০১২.০২.০৭ ১১:১৭ - প্রথমে ধন্যবাদ জানাই ফখরুদ্দীন সরকারকে। মনে করেছিলাম বাংলাদেশ বুঝি জেগে উঠছে। কিন্তু ছাত্রদল/ছাত্রলীগ নামধারীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা করবে, আর সরকার তাকায়া দেখবে, তাতো হয় না। তারা দেশ অস্থির করে তুলল। এই জন্য আমরা দ্বায়ী। এখন সরকার প্রতিশোধ নিবে, এটাই স্বাভাবিক। এই সরকারকে দিয়ে এর চেয়ে বেশি কি বা আশা করা যায়। এইরকম একটা সরকার আবার আসবে, এই আশায় রইলাম। বাংলাদেশের সুন্দর ভবিষ্যত কামনা করি।
-
*Mohammad
২০১২.০২.০৭ ১১:১৮ - We love you Gen. Moinuddin & Dr. Fakruddin!!
-
nurul absar hussain
২০১২.০২.০৭ ১১:১৯ - মইনুদ্দিন ফকরুদ্দিন যাহাদের বিচারের কাটগড়ায় আনিয়াছিল তাহাদের আবার আমরা ওই খানে চাই. আজ যদি জনমত নেওয়া হই তবে দেশের ৭০-৭৫% জনতা এই কথায় বলিবে. আমাদের রাজনীতিকদের শিক্ষা হইনাই.
- ২০১২.০২.০৭ ১১:৪১
- আমাদের দেশ তথা জাতির দুরভাগ্য, এই সব পরিবারতানএিক ডেমোএেসী, অন্যায় দুরনিতি থেকে দেশের একটা বিশাল পরিবরতনের সুযোগ ছিল জনাব ফখরুদ্দিন এর সময়ে। হয়তো আমাদের দেশে কোন মাহাথির মোহামমাদ এর জনম হতো। কিন্তু, আমরা অভাগা জাতি সেটা হারিয়ে ফেলেছি। এই পরিবারতনএ হতে আমাদের মুক্তি নাই। It is a unbreakable circle.
-
Delwar
২০১২.০২.০৭ ১১:৫০ - Mr. Mustafiz Rahman - I don’t blame all our dirty politicians; I blame people like you who doesn’t think or understand clearly but can’t stop commenting. You didn’t liked Fokruddin-Moin govt but you are OK with AL govt. I want you to explain why.
-
sabi
২০১২.০২.০৭ ১১:৫০ - I am surprised..this govt. only knows case, court and revenge..nothing else.
-
A.Ahmed
২০১২.০২.০৭ ১২:১৩ - যারা ফখরুদ্দিন - মইনুদ্দিনের বিচার চায়, তাদের বিচার আগে হওয়া উচিত.. আমরা মূর্খ জাতি বলে উনাদের মুল্যায়ন করতে পারি নাই,, তারা থাকলে আজ দেশের এই করুন পরিনতি হতোনা । আর ফখরুদ্দিন - মইনুদ্দিনের ভুল হোল যারা আজ তাদের বিচার চায় তাদের মাফ করে দেয়াটা। এটা তাদের চরম ভুল ছিল.। তাহলে আমরাও আজ শান্তিতে থাকতাম ।
-
মশিউর -বিনোদ পুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
২০১২.০২.০৭ ১৩:০০ - ক্ষমতায় থাকতে কারও দোষ ধরা হয় না। কিন্তু ক্ষমতা চলে গেলে তার দোষগুলোই আগে ধরা পড়ে।
-
জহিরুল আলম
২০১২.০২.০৭ ১৩:১৮ - @N. Hasan Razu ২০১২.০২.০৭ ১০:১৮
একদম আমার মনের কথা কইছেন। "কম দামে চাল খাইতে পাগল হইয়া গেছিল।" - আমরা বাংগালী কোনোদিন রাজনীতিবীদগো মিষ্টি কথার গোপন রহস্য বুঝবার পারমু না। -
Masud Zaman
২০১২.০২.০৭ ১৪:৪২ - They are hero of the common people from the common people!
-
Muhammad Anamul Haque
২০১২.০২.০৭ ১৫:৫৪ - আমি তো ভেবেছিলাম, হয়তবা আমিই একমাত্র পাগল যে কিনা ফকরুদ্দিন এবং মইন-উ- আহমদের মত লোকজন কে সমর্থন করি । এখনতো দেখছি ...................................
-
kabir hossain
২০১২.০২.০৭ ১৫:৫৬ - Real heroes. we saluate both of you. The nation never forget you.My question to the present govt. who will judge recent campus murderer?
-
Rofiqul Islam Rafique
২০১২.০২.০৭ ১৬:৪৫ - কিসের বিচার? আগে নিজেদের কথা চিন্ত করেন আপনরা কি করছেন। ছাত্রলীগ দেশে যে তন্ডাব চালাচ্ছে তার বিচার কে করবে? তার জন্য কি কোন ১০০ পাতার প্রতিবেন লেখা যায় না। আগে নিজেদের বর্তমান অবস্থান গুলো ঠিক করেন তারপরে অন্যের বিচার করবেন। দুর্নীতিবাজদের হাতে ভাল মানুষের বিচার। হা! হা! হা!
-
jabir
২০১২.০২.০৭ ১৬:৫৫ - প্রথম আলো কে বলছি কম্যান্ড করি অথচ প্রকাশ করা হয় না কারন দর্শান please .
- ২০১২.০২.০৭ ১৭:০৯
- Gen.Mouniuddin and Mr Fakaruddin Ahmed was safe the country after one eleven. We should respect them.
-
পুস্পিতা
২০১২.০২.০৭ ১৭:২৮ - যাদের টিকিটি স্পর্শ করার সুযোগ নেই, মানে যারা দেশের বাইরে, যাদেরকে গ্রেফতার করার কোন সুযোগ নেই, তাদের শাস্তির সুপারিশ?
- ২০১২.০২.০৭ ১৭:৩১
- I hate the guys who want to make punishment to Mr. Dr. Fakhruddin & General Main. It is not a major issue to Punishment them ,
-
Forhad
২০১২.০২.০৭ ১৭:৫৯ - এজাবতকাল বাংলাদেশে যত সরকারই এসেছে তাদের মধ্যে "উদ্দিন" (মইন উদ্দিন, ফখরুদ্দিন , সাহাবুদ্দিন..... ) সরকারগুলোই সবচেয়ে সফল। মানুষ একটু হলেও শান্তিতে ছিল।
-
Khan
২০১২.০২.০৭ ১৮:০৬ - এই সমস্ত ফালতু কেস নিয়ে নাচানাচি না করে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের- বিরামহীন সন্ত্রাস, লাম্পট্য, হত্যা, রাহাজানি, শ্লীলতাহানি, চাঁদাবাজি, শিক্ষক পেটানো, ক্যান্টিন ডাইনিং এ ফ্রী খাওয়া, ইভ টিজিং সহ .... অপরাধের বিচার করা হোক। ছাত্রলীগের অত্যাচারে ছাত্র এবং শিক্ষক সমাজ সহ সমগ্র জাতি উদ্বিগ্ন।
-
Jabbar
২০১২.০২.০৭ ১৮:৩১ - We may pray for M Uddin and F.Uddin . All may help them .
-
Pankaj Chakraborty
২০১২.০২.০৭ ১৮:৪১ - ঐ দুই বছর এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে I রাজনৈতিক দস্যুদের দুর্বৃত্তপনা ছিলনা, কেউ অন্যায় করার সাহস পায়নি, মানুষ একটু শান্তিতে ঘুমাতে পেরেছিল I নেতাদের তখন ত্রাহি ত্রাহি অবস্থা I এরাই আজকে ফখরুদ্দীন-মইনউদ্দিনের বিচার করতে চায় !! আমরা আসলে ভালো থাকতে চাইনা I আমাদের রক্তে মিশে আছে আন্দোলনের নামে গাড়ি ভাঙ্গা, মানুষ পুড়িয়ে মারা, রাজনৈতিক নেতাদের হাতে-পায়ে ধরে বা টাকা দিয়ে চাকরি নেওয়া ...ইত্যাদি I এসব দেশে না হলে আমাদের পেটের ভাত হজম হয়না I ঐ দুই বছর পরিবর্তনের একটা পথের দিশারী হয়ে এসেছিল I আমরা নিজেরা সেটা পায়ে ঠেলে রয়ে গেলাম আগের পথেই !! যে পথের শেষে আছে ন্যায়-নীতি, বিচার, সত্য, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা .... সবকিছুর ধ্বংস I তা-ই থাকতে হবে, আবার কেউ নতুন পথের সন্ধান নিয়ে না আসা পর্যন্ত !!
-
Ashik Imran
২০১২.০২.০৭ ১৯:১০ - We call them " The Savours"....... May ALLAH keep them safe and sound......
- ২০১২.০২.০৭ ১৯:১১
- উনারা অনেক ভাল ছিলেন। আল্লাহ উনাদের হেফাযত করুন।
No comments:
Post a Comment