বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাঁর দল আলোচনার জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার না হোক, অন্য নামে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
আজ শনিবার রাতে গুলশান কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতারা দেখা করতে গেলে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। খালেদা জিয়া আরও বলেন, তাঁদের দাবি ছোট ও গ্রহণযোগ্য। আওয়ামী লীগই বিএনপিকে এই পথ শিখিয়েছে। তাই তাদের তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ এটা করতে বাধ্য হবে।
খালেদা জিয়া বলেন, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে। এ জন্য ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ফিরিয়ে না আনলে দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার দায় সরকারকে নিতে হবে। বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত কমিটি, কারামুক্ত নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন
-
Mustafiz Rahman
২০১২.০২.১১ ২০:৪৭ - নামে কিছু যায় আসে না । নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলনের মাধ্যমে জনতার সরকার প্রতিষঠায় নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার জনতারও দাবী ।
-
altaf hossan altu-from cyprus
২০১২.০২.১১ ২০:৫৬ - আপনি ক্ষমতায়গেলে দেশকে আরো রসাতলে নিয়ে ছাড়বেন, তার প্রমান আপনার গত দুবারের ক্ষমতার সময়। আমাদের দূর্ভাগ্য দেশের সবচেয়ে খারাপ মানুষগুলো দেশটা চালায়! ইলেকশনে আমরা ভালো প্রতিনিধি খুজি না, খুজি মন্দের ভালোদের। আর এরা এসে সবচেয়ে খারাপ কাজ আর মাস্তানি করে বেড়ায়। দেশের সাধারণ মানুষ মন থেকে ঘৃণা করে এদের।
-
manik
২০১২.০২.১১ ২০:৫৭ - কোন ভাবেই এর থেকে এক চুলও নড়া যাবে না।
No comments:
Post a Comment