জিন্স প্যান্টে ল্যাপটপ যুক্ত করে সফল হয়েছেন নেদারল্যান্ডসের দুই কম্পিউটার বিশেষজ্ঞ এরিক ডি নিস এবং টিম স্মিথ। উদ্ভাবকরা জানিয়েছেন, সাধারণ প্যান্টের মতোই এই প্যান্ট পরা যাবে। ল্যাপটপ পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে বস্নুটুথ কিবোর্ড, তারহীন মাউস ও স্পিকার। ফলে চলতে চলতে হাতের সাহায্যে প্যান্টের ভেতর সেট করা ল্যাপটপ চালানো যাবে।
এই ল্যাপটপ যুক্তরাজ্যের বাজারে এলে সম্ভাব্য দাম হবে আড়াইশ পাউন্ড। এর পোর্ট রক্ষণাবেক্ষণ করা হয় তারহীন ইউএসবি ডিভাইসের মাধ্যমে। ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা বিবেচনা করে এ প্যান্টের ডিজাইন করা হয়েছে। বিউটি অ্যান্ড দ্য গিক রিয়ালিটি শোতে ল্যাপটপসহ এই প্যান্ট প্রথম দেখানো হয়। তবে এটি বাজারে আসতে আরো দেরি হবে বলে জানা গেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
kazi ashraful islam
Saturday, February 18, 2012
ল্যাপটপযুক্ত প্যান্ট ডেসটিনি ডেস্ক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment