থাইল্যান্ডের একটি অঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিয়েছে একটি নদী। স্থানীয় মানুষের কাছে এটি স্বর্ণ নদী হিসেবেই পরিচিত। শুষ্ক মৌসুমে এ নদী থেকে মানুষ স্বর্ণ আহরণ করে। দেশটির ওয়াং নুয়ে এলাকায় এ নদীর অবস্থান।
ওয়াং নামের এ নদীতে এখন হাঁটু পরিমাণ পানি। ওয়াং নুয়ে অঞ্চলের বাসিন্দারা তাই এখন ছুটছে এ নদীর দিকে। প্রতিবছর শুষ্ক মৌসুমে বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে গ্রামবাসী অগভীর পানিতে নেমে খুঁজতে থাকে এই বহু মূল্যবান ধাতব পদার্থ।
স্বর্ণগুলো পাহাড় থেকে ক্ষয়ে ক্ষয়ে নদীতে পড়ে। নদী থেকে এসব সংগ্রহ করে আয়ের উত্স খোঁজে গ্রামবাসীর অনেকেই।
এ নদীতে স্বর্ণের খোঁজে নেমেছেন এমনই এক ব্যক্তি আনওয়াত টংটং। তিনি বলেন, ‘আমি প্রতিদিনই কিছু না-কিছু স্বর্ণ খুঁজে পাচ্ছি। এগুলো বিক্রি করে প্রতিদিনই ১০ থেকে ১৩ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।’
দেশটির ভূতত্ত্ববিদ আদুল জয়তরবার্তা জানান, এসব স্বর্ণ প্রায় ৯৮ ভাগ বিশুদ্ধ।
স্বর্ণ আহরণ করেই অধিকাংশ গ্রামবাসী দৈনিক গড়ে ১০ ডলার আয় করছে। আবার নির্দিষ্ট সময়ে তাদের আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় দৈনিক ৩৩৩ ডলার।
গ্রামবাসী তাদের আহরিত স্বর্ণগুলো স্বর্ণকার কিংবা শহর থেকে আসা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এক গ্রাম স্বর্ণ বিক্রি হয় ৪৫ ডলারে। রয়টার্স।
kazi ashraful islam
Friday, February 17, 2012
থাইল্যান্ডে স্বর্ণ নদী!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment