বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার কাছে সরকারের আর্থিক সহায়তা চাওয়ার সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার তহবিলের প্রকৃত উৎস সম্পর্কেও জানতে চেয়েছেন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতা-কর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বলছে, দুবাই থেকে এ তহবিল আসবে। আমরা এই অর্থের প্রকৃত উৎস জানতে চাই।’
বিএনপির ১২ মার্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে গণতন্ত্র ধ্বংস না করতে মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে হত্যা, গুপ্তহত্যা ও মিথ্যা মামলা দায়েরের পথ বেছে নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে মেধাভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তাঁরা মেধাভিত্তিক রাজনীতির চর্চা করতে পারেন। ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার জন্য তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান জানান।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। ২১ জেলার মোট ৬৩ জন নেতা-কর্মী এই কর্মশালায় অংশ নেন। ইউএনবি।
পাঠকের মন্তব্য
-
sharif ahmed
২০১২.০২.১৫ ১৬:৪৫ - জানেন না বুঝি ? তারেক সাহেবের পাচার করা টাকা । জেনে রাখা ভাল । বাচতে হলে জানতে হবে ।
-
S M Ahmed
২০১২.০২.১৫ ১৬:৪৮ - তিনি মনে হয় মালয়েশিয়ার উপর একটু রাগ? ঘটনা কি ভাই? ভয় পাইছেন? আপনার ট্যাকের টাকা নাতো?
-
nurul absar hussain
২০১২.০২.১৫ ১৬:৫০ - আমাদের মির্জা সাহেবের এত বেশি স্বচ্ছ রাজনীতি করে যে আজ মালেশিয়ার অর্থের উত্স জানিতে চাহে. কাজ চায়নার অর্থের যতস জানিতে চাহিবে. এর পরে কোনো রকমে উনাদের অনুরুধ না রাখিয়া যদি বিশ্ব ব্যান্ক বিনিয়ুগ করে তাহার উত্স ও জানিতে চাহিবে . উদ্দেশ্য একটাই এই সরকারের আমলে যেন পদ্মা সেতু না হই. ভিক্ষুক কে ভিক্ষা কোথায় হইতে দিল তাহা জানার অধিকার ভিক্ষুকের আছে মির্জা সাহেবের বিবৃতি শুনিয়া তাহাই মনে হইতেছে.
উনি তারেক জিয়াকে জিজ্ঞাসা করিতে পারেনা উনার এই ৫ বত্সরে লন্ডনে এত রাজসিক চলার পয়সা কোথায় হইতে আসিয়াছে? . সিন্গাপরের ব্যাঙ্কে টাকা কোথায় হইতে আসিয়াছে? - ২০১২.০২.১৫ ১৬:৫০
- অাপনাদের পাচার করা কোটি কোটি টাকার উত্স জানাবেন কী ?
-
Ataur Rahman
২০১২.০২.১৫ ১৬:৫৩ - Its boring and disgusted. All mighty Allah must safe us from our politician.
-
Md. Abdullahel Farid
২০১২.০২.১৫ ১৬:৫৬ - Shame on you Mr. Fakrul and your party and prince of corruption Mr Tareq Rahman
-
Moniruzzaman
২০১২.০২.১৫ ১৬:৫৯ - জনগণের সমস্যা নিয়ে ঢাকায় আসতে হয় না। ইট পাটকেল, জ্বালাও পোড়াও করতে হয়না, মানুষ মারতে হয়না। নোংরা স্বার্থের জন্যই এসব করেন আপনারা। ক্ষমতায় যারা থাকে আর ক্ষমতার বাইরে যারা থাকে তাদের সবারই চরিত্র এক- এটা আমরা বুজে গেছি। আল্লাহ্ও আপনাদের ক্ষমা করবেনা।
-
Md. Monir Alam
২০১২.০২.১৫ ১৭:০৭ - মালয়েশিয়া বলছে, দুবাই থেকে এ তহবিল আসবে। আমরা এই অর্থের প্রকৃত উৎস জানতে চাই।’ আজকের ভুলের মাশুল আগামি পরজনম কে দিতে হবে
-
mozammel
২০১২.০২.১৫ ১৭:৩৭ - ভাই মিনরুজ্জামান আপনার কথা ঠিক আছে। তবে আমরা সাধারণ মানুষ কি ভালো ? আমরা যদি ভালো হতাম তা হলে তা হলে এ সব অমানুষ দের ডাকা মিটিংএ যেতাম না। এবং তারা হাত তালি পেত না। আমরা যত দিন বড দুই দলকে ভোটের মাধ্যমে ঘৃনা জানাতে না পারব তত দিন তারা এই রকম বড কথা বলবে। চলুন বড দুই দল এর উদ্দেশে বলি ছি!!!!!!! !
-
Fakhrul islam chowdhury (Liton) Italy.
২০১২.০২.১৫ ১৭:৩৯ - বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার কাছে সরকারের আর্থিক সহায়তা চাওয়ার সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার তহবিলের প্রকৃত উৎস সম্পর্কেও জানতে চেয়েছেন। আমি বলছি এ টাকা তারেক জিয়ার,
-
rakhi
২০১২.০২.১৫ ১৮:০৫ - আগের সরকার যা করেছে তার দিগুন লুটপাট করছে বর্তমান সরকার দলীয় লোকজন.| আর তাই মন্দের ভালো আমাদের বিরোধীদল|
-
IQBAL HUSSAIN
২০১২.০২.১৫ ১৮:৪১ - Mr.Faqrul you have asked a silly question to the government. You should ask Malaysia how they are getting this fund.
- ২০১২.০২.১৫ ১৮:৫৮
- শুধু শেয়ার বাজার থেকেই লুট করা হয়েছে এক লক্ষ হাজার কোটি টাকা । শেয়ার বাজার লুটের টাকাটা দুবাই হয়ে আবার দেশে আসবে কিনা কে জানে !!
-
KAZI Rubel..
২০১২.০২.১৫ ১৯:০৫ - বিএনপি পূর্বে লুটপাট করেছিল এবং বর্তমানে আওয়ামী দ্বিগুন লুটপাট করছে ।।
-
Md. Nurul Islam
২০১২.০২.১৫ ১৯:৩২ - Country really need Qualify Politicion
-
billah
২০১২.০২.১৫ ২০:১১ - আপনাদের কথা শুনে মনে হয় পদ্মা সেতু হলে ফকরুল সাহের দল এবং নেত্রীর বিরাট লোকসান হবে।
- ২০১২.০২.১৫ ২০:১১
- We need Padma Bridge as soon as possible by logical agreement with any country, but we dont need to know the source of Fund.
-
Kamal
২০১২.০২.১৫ ২০:১৪ - পদ্মা সেতু যাদের দরকার তারা উৎস নিয়া চিন্তিত না । আপনার দরকার না বুঝা যায় ' পদ্মা সেতু নিয়া দেশের ভেতর বাহিরে
যা হচে তাতে রাজনিতিবিদ দের অজগগতা | -
Z Iqbal
২০১২.০২.১৫ ২০:২৪ - মালয়েশিয়ার প্রতি আমাদের রাজনিতিকদের দুর্বলতা এখন সুবিদিত। কেউ ওখানে কিছু জমাবেন আবার কেউবা অন্য কেউ জমাবার ফন্দি আঁটছে কিনা তা জানতে চাইবেন। নাহলে বিশ্বব্যাংক কে ল্যাং মারার জন্য পিপিপিতে মালয়েশিয়ার সাথে পদ্মা সেতুর চুক্তির পাঁয়তারা কেন? এতে জনগণের উপর টোল অনেক বেড়ে যাবে অর্থনীতিবিদরা একথা বলার পর ও উৎসাহের কমতি নেই। এখন আবার চায়না কানেকশন চলছে। জনগন তো এসবের ভেতরের কথা কখনই জানতে পারবে না !!
- ২০১২.০২.১৫ ২১:৩৬
- আমার মনে হয় ফখরুল সাহেব যথার্থই উত্স জানার দরকার মনে করেন। কারণ, যার তার কাছ থেকে যেমন তেমন করে অর্থ এনে পরবর্তিতে উচ্চহারে সুধ গোনাটা ঠিক হবেনা। তাতে পরবর্তী প্রজন্মকে পঙ্গু করে দেয়া হবে। তাই মাননীয় অর্থ মন্ত্রীও এ বাপারে দিধান্নিত।
-
emran hossain
২০১২.০২.১৫ ২১:৪২ - @sharif ahmed ভাই শেয়ার বাজারের টাকাগুলোর কথা একটু বলবেন না । তারেক নিয়ে গেল নাকি একটু শুনি।
Nurul absar bhai এখানে মুখ খুলেছে দেখি ,, ওদিকে বিএসএফ কি করেছে ও খানে মুখ খুলে না আপনার। . -
Nesar Uddin
২০১২.০২.১৫ ২১:৫১ - Mr. Fokrul, please find the source of all Donner as well ....... what kind of leaders we have, who don't care about there own source of income only others !!
-
Ajabul Morfud
২০১২.০২.১৫ ২২:১২ - মির্জা ফকরুল সাহেবের বক্তব্যে আর একবার প্রমাণ হ'ল যে বিএনপি পদ্মা সেতুর বিরুদ্ধে। বিএনপি মালয়েশিয়ান প্রতিষ্ঠানের বিপক্ষে উল্টা-পাল্টা বক্তৃতা-বিবৃতি দিয়ে আশা করছে যে, ঐ প্রতিষ্ঠানও বিশ্ব ব্যাংকের ন্যায় পিছপা হয়। নিজের ( দক্ষিণবঙ্গ তথা সমগ্র জাতির ) নাক কেটে অপরের ( আওয়ামী লীগের ) যাত্রা ভঙ্গ। আজব আমাদের দেশপ্রেম !
No comments:
Post a Comment