তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। যিনি খাওয়া-দাওয়া বাবদ দৈনিক খরচ করেন ১০ হাজার পাউন্ড! আর ব্যক্তিগত কাজে এলিসি প্রাসাদে প্রস্তুত রাখেন ১২১টি গাড়ি। প্রেসিডেন্ট বটে! নইলে, অর্থনৈতিক মন্দার এই যুগে এমন এলাহি কাণ্ড দেখানোর সামর্থ্য আছে কার? সম্প্রতি প্রকাশিত ‘মানি ফ্রম দ্য স্টেট’ নামের একটি বইয়ে এ তথ্য পাওয়া গেছে।
দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়, মানি ফ্রম দ্য স্টেট বইয়ে রেনে দোসিয়ে নামে ফ্রান্সের একজন সোশ্যালিস্ট এমপি প্রেসিডেন্ট সারকোজির এ ধরনের জীবনযাপনকে মাত্রাতিরিক্ত বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কোনো রকম বাছবিচার না করেই সারকোজি ব্যক্তিগত ও সরকারি কাজে ব্যবহারের আলাদা কোনো হিসাব রাখেন না। দোসিয়ের মতে, এলিসি প্রাসাদের গার্ডেন পার্টির জন্য সারকোজি বার্ষিক পাঁচ লাখ পাউন্ড বাতিল করলেও তা যথেষ্ট নয়।
গত সপ্তাহে সারকোজি ২২ হাজার পাউন্ডের বিনিময়ে ইউক্রেন থেকে তাঁর ছেলে পিয়েরেকে প্যারিসে নেওয়ার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষ বিমানে একদল চিকিত্সক পাঠান।
বইয়ে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্টের গাড়িবহরে রয়েছে ১২১টি গাড়ি, যা সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের ব্যবহূত গাড়ির সংখ্যার প্রায় দ্বিগুণ। সারকোজির গাড়িবহরের ইন্স্যুরেন্সের জন্য বছরে খরচ হয় এক লাখ পাউন্ড। গাড়ির জ্বালানি বাবদ ব্যয় হয় দুই লাখ পঁচাত্তর হাজার পাউন্ড। এরপর রয়েছে ভ্রমণবাবদ তাঁর বিপুল পরিমাণের খরচ। বইটিতে দোসিয়ে লিখেছেন, সারকোজি একটি এ-৩৩০ এয়ারবাস ব্যবহার করেন। যেটা ‘এয়ার সারকো ওয়ান’ নামেখ্যাত। এ জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অপচয় হয় ২১ কোটি ৫০ লাখ মিলিয়ন পাউন্ড।
দোসিয়ে আরও উল্লেখ করেন, সম্প্রতি সারকোজি প্যারিস থেকে কয়েক স্থানে ভ্রমণে যান। তাতে তাঁর ব্যয় হয় সাড়ে তিন লাখ পাউন্ড। ফার্স্ট লেডি কার্লা ব্রুনিকে সঙ্গে নিয়ে একটি বিশেষ বিমানে এক লাখেরও বেশি পাউন্ড খরচ করে সারকোজি বেড়াতে যান প্রাচীন গুহাচিত্রের জন্য বিখ্যাত ‘ল্যাসকক্স কেভে’। বর্তমানে সারকোজির মোট বার্ষিক খরচের পরিমাণ নয় কোটি ৫০ লাখ পাউন্ডে গিয়ে ঠেকেছে।
kazi ashraful islam
Tuesday, February 7, 2012
সারকোজির দৈনিক খাবার খরচ ১০ হাজার পাউন্ড!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment