kazi ashraful islam

kazi ashraful islam

Wednesday, February 1, 2012

টিভি মালিকেরা টাকা দেন না, তাই ভারতে চ্যানেল চলে না

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ভারতের টিভি চ্যানেলের মালিকরা এদেশে এসে ক্যাবল অপারেটরদের টাকা দিয়ে চ্যানেল চালানোর ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের টিভি চ্যানেলের মালিকরা ভারতে গিয়ে সেভাবে টাকা দিতে চাচ্ছে না। তারা কে কত বেশি মুখরোচক খবর দিতে পারবে সে প্রতিযোগিতা করছে।
আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মজিবুল হকের (চুন্নু) সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন।
নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের সফরের সময় দুই দেশের টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যা বাড়ানোর ব্যাপারে ঐক্যমত হয়। যে কারণে তথ্য মন্ত্রণালয় বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধিদের নিয়ে একটি সভা করেছে। এতে ভারতে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারের অন্তরায়গুলো চিহ্নিত করা হয়। উদ্যোগ বাস্তবায়নের পর ভারতে বাংলাদেশের চ্যানেলগুলো সম্প্রচার সম্ভব হবে।
ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, টেলিভিশন বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের পর জনস্বার্থে ক্ষতিকর বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে।
শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি রেডিও ও টেলিভিশন চ্যানেল সম্প্রচার নীতিমালা প্রণয়ন হলে টেলিভিশনগুলোর ঘন ঘন বিজ্ঞাপন এবং অশোভন অনুষ্ঠান প্রচার করা বন্ধ হবে।
ফজিলাতুন্নেসা বাপ্পীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়ার জন্য সরকার এক কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এছাড়া সাংবাদিকদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট গঠন সরকারের সক্রিয় বিবেচনায় আছে।
নূর আফরোজ আলীর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, টিভি চ্যানেলগুলোর সার্বিক সম্প্রচার পর্যবেক্ষণ করার জন্য বিটিভিতে একটি কমিটি রয়েছে।
কামাল আহমেদ মজুমদারের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, বর্তমানে সারাদেশে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় ঘাটতির পরিমাণ ৫০০ মিলিয়ন ঘনফুট। যে কারণে ঢাকা ও তার আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই সংকট উত্তরণের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে দৈনিক এক হাজার ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন বাড়বে।
ওয়ারেসাত হোসেন বেলালের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত মোট দুই হাজার ৯৪৪ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুত্ কেন্দ্র চালু হয়েছে।
জহিরুল হক ভূঁইয়া মোহনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৬৬৭ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার আটটি বিদ্যুত্ কেন্দ্র ইউনিট বন্ধ আছে। এছাড়া গ্যাসের অভাবে ৬৭৫ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার পাঁচটি বিদ্যুত্ কেন্দ্র ইউনিট সম্পূর্ণ বন্ধ আছে।
আজ সংসদে বিদ্যুত্ প্রতিমন্ত্রীর হয়ে সংসদে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। ইলিয়াছ মোল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কিছুদিন আগে থেকে দেশে ব্যাটারি চালিত বাইক আমদানি হচ্ছে। মন্ত্রণালয় থেকে এসব বাইক আমদানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিদ্যুত্ অপচয় রোধ হবে।

No comments:

Post a Comment