kazi ashraful islam

kazi ashraful islam

Saturday, February 4, 2012

ক্যাটরিনাকে ডিঙিয়ে ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ কারিনা

২০১১ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি আইটাইমসডটকম আয়োজিত অনলাইন ভোটিংয়ে অন্তত পৌনে চার লাখ ভোট নিজের ঝুলিতে ভরে সেরা ৫০ কাঙ্ক্ষিত নারীর তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।
এই মুহূর্তে বড় বোন কারিশমা কাপুরের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন কারিনা। সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তকমা জিতে কেমন লাগছে জানতে চাইলে কারিনা বলেছেন, ‘প্রতি বছরই মানুষের রুচির পরিবর্তন হয়। এবার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি রীতিমতো উচ্ছ্বসিত। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নিজের চোখকেই সবচেয়ে কাঙ্ক্ষিত বলে দাবি করেছেন কারিনা। আর নিজেকে পুরোপুরি আধুনিক নারী বলেই মানেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমি সাহসী এবং জীবনকে উপভোগ করার তত্ত্বে বিশ্বাসী। আমি সব সময় তা-ই করি, যাতে আমার মন সায় দেয়।’ তিনি বলেন, ‘আমি চেষ্টা করি নিজের মতো থাকতে এবং অন্যের কাছে নিজেকে রুচিশীল ও সুন্দরভাবে উপস্থাপন করতে।’ নিজের পছন্দের হিসেবে সৌন্দর্য, আভিজাত্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অপূর্ব সংমিশ্রণের কারণে প্রয়াত মহারানি গায়ত্রী দেবীকেই সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর আসন দিতে চান কারিনা।
উল্লেখ্য, গত বছর সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকায় শীর্ষে ছিলেন ক্যাটরিনা কাইফ। এবার তাঁকে পেছনে ফেলে গর্বিত কি না, এমন প্রশ্নের জবাবে কারিনা বলেছেন, ‘ভবিষ্যতে আমাকেও কেউ না কেউ টপকে যাবেন। কাজেই এসব বিষয় নিয়ে না ভেবে বর্তমান মুহূর্তকে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ।’
২০১১ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকায় সেরা দশের মধ্যে কারিনার পরে রয়েছেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোণ, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, বিদ্যা বালান, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, কঙ্গনা রানাউত ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

পাঠকের মন্তব্য



Rabbani Chowdhury

Rabbani Chowdhury

২০১২.০২.০৪ ২০:৪৮
অভিনেত্রী কারিনা কাপুর বলেন 'আমি সাহসী এবং জীবনকে উপভোগ করার তত্ত্বে বিশ্বাসী।' - জীবনের জন্য জন্য একটি ভালো দর্শন বা তত্ত্ব।

Rabbani Chowdhury

Rabbani Chowdhury

২০১২.০২.০৪ ২০:৫৫
অভিনেত্রী কারিনা কাপুর বলেন ‘ভবিষ্যতে আমাকেও কেউ না কেউ টপকে যাবেন।' - এটি একটি বড় উপলদ্ধি প্রতিযোগীদের জন্য।

No comments:

Post a Comment