kazi ashraful islam

kazi ashraful islam

Tuesday, February 21, 2012

পাকিস্তানি ক্রিকেটাররাও শ্রদ্ধা জানালেন শহীদদের

শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ

শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ

চট্টগ্রামে শহীদদের শ্রদ্ধা জানালেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটাররা। শহীদ মিনারে দেশি-বিদেশি ক্রিকেটারদের ভিড়ে সবচেয়ে বেশি নজরে পড়েছে পাকিস্তানি খেলোয়াড়দের উপস্থিতি।
পুলিশ-র্যাবের কড়া পাহারায় বেলা ১১টার দিকে বিপিএলের দলগুলোর মধ্যে প্রথম শহীদ মিনারে উপস্থিত হয় দুরন্ত রাজশাহী। এর আধ ঘণ্টা পর একে একে সবগুলো দল এবং বিসিবি কর্মকর্তারা শহীদ মিনারে ভিড় করেন।
বিদেশিদের শ্রদ্ধা জানাতে দেখে আপ্লুত হন উপস্থিত সাধারণ লোকজন। কেউ কেউ নিজের মোবাইল ফোনে কিংবা ক্যামেরায় পরিচিত ক্রিকেটারদের ছবি ধারণের জন্য ব্যস্ত হয়ে পড়েন। পুলকিত হন বিদেশি ক্রিকেটাররাও। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর জিম্বাবুয়ের শন অরভিন বলেই ফেললেন, ‘এটা একটা ভালো অনুভূতি। এত মানুষ, এত ফুল। এভাবে মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে আসছে তাঁরা। আমি মুগ্ধ।’
শহীদদের শ্রদ্ধা জানাতে আসা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন খালেদ লতিফ, ইমরান নাজির, ফাওয়াদ আলম ও আহমেদ শেহজাদ। তবে ‘স্পর্শকাতর’ বলেই হয়তো এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হলেন না তাঁদের কেউই।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ‘আমরা দলগুলোকে প্রস্তাব করেছিলাম। তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। ক্রিকেটাররাও নিজেদের ইচ্ছায় এসেছেন। এখানে আসার পর মাতৃভাষা বাংলা নিয়ে কিংবা দিবসটি নিয়ে তাঁদের শ্রদ্ধা আরও বাড়বে বলে আমরা মনে করি। বিষয়টা তাঁরা উপলব্ধি করবেন। পাকিস্তানি ক্রিকেটাররাও বিষয়টা অনুধাবন করছেন বলে আমার বিশ্বাস। তবে সেটা তাঁরা ভালো বলতে পারবেন।’

No comments:

Post a Comment