kazi ashraful islam
Tuesday, February 7, 2012
আইপিএলে 'দাদা'র ভবিষ্যৎ অনিশ্চিত
শনিবার অনুষ্ঠিত আইপিএলের নিলামে পুনে ওয়ারিয়র্সের কর্মকর্তাদের সঙ্গে অধিনায়ক হিসেবে টেবিলে বসার কথা ছিল সৌরভ গাঙ্গুলিরও। কিন্তু হঠাৎ করেই কী যেন ঘটে গেল পুনে ওয়ারিয়র্সের মালিক বনাম ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর সঙ্গে। ফলস্বরূপ ভারতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াল সাহার ইন্ডিয়া পরিবার। সে সঙ্গে নাম প্রত্যাহার করল পুনের মালিকানা থেকেও। সাহারার হঠাৎ এমন সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আইপিএল যেমন বিপদে পড়েছে, তেমনি বিপদে পড়েছে পুনের ক্রিকেটাররাও। অধিনায়ক হিসেবে যার হাতে নিলামের ব্যাটন থাকার কথা ছিল সেই সৌরভ গাঙ্গুলিই এখন পড়ে গেছেন গভীর অনিশ্চয়তায়। একদিকে যেমন আইপিএলে এবারও তার খেলার সম্ভাবনা কমে গেল, তেমনি সাহারা-বিসিসিআই দ্বন্দের কারণে ভারতীয় বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কথা সেটাও চলে গেল অন্ধকারে। এ শঙ্কাটা বেড়েছে, কারণ যেহেতু তিনি সাহারা পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক কাম কোচ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment