kazi ashraful islam

kazi ashraful islam

Friday, February 17, 2012

পিসির নিরাপত্তায় সেফটি স্ক্যানার

কম্পিউটারের নিরাপত্তার জন্য মাইক্রোসফটের নিজস্ব নিরাপত্তা সফটওয়্যার রয়েছে। মাইক্রোসফট সেফটি স্ক্যানার (এমএসএস) নামের এ প্রোগ্রামটি নিরাপত্তার জন্য খুবই কার্যকর। এটি ব্যবহার করে কম্পিউটার থেকে ভাইরাস, স্পাইওয়্যার ও ম্যালওয়্যারের মতো ক্ষতিকর প্রোগ্রামগুলো মুছে ফেলা যাবে।
এমএসএস কম্পিউটার স্ক্যান করার পাশাপাশি অপারেটিং সিস্টেমের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মতো কাজ করলেও এটি কোনো বিকল্প অ্যান্টিভাইরাস নয়। যদি কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাসটি ভাইরাস বা ক্ষতিকর প্রোগ্রাম দূর করতে না পারে, সে ক্ষেত্রে এই সেফটি স্ক্যানারটি ব্যবহার করতে পারেন।
www.microsoft.com/security/scanner/en-us/default.aspx ঠিকানা থেকে নামিয়ে এটি কম্পিউটারে ইনস্টল করতে হবে। টুলটি দিয়ে তিনভাবে স্ক্যান করা যায়। যে পদ্ধতিতে স্ক্যান করতে চান, সেটি নির্বাচন করে দিলেই স্ক্যান শুরু হয়ে যাবে। —সাজিদুল হক

No comments:

Post a Comment